৭৮৬-৬৬-৯২
প্রফেসর ড. শাহ মুহাম্মদ গোলাম গাউসুল আজম আজিজি (মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সংগৃহীত এবং প্রেরিত):
জ্ঞানসিন্ধু, শ্রুতিধর পণ্ডিত, আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ সুফি শামসুল আলম আজিজি কুদ্দুসা সির্রুহুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি সিঙ্গেরগাড়ি জহুরিয়া দরবার শরীফ (ছমিরনগর, কিশোরগঞ্জ, নীলফামারী, রংপুর)-এর গদ্দিনশীন ছিলেন। ২০২১ সালের ৫ই আগস্ট তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন।
জীবদ্দশায় তিনি অসংখ্য দুআ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেছেন। তার তৃতীয় সন্তান প্রফেসর ড. শাহ মুহাম্মদ গোলাম গাউসুল আজম আজিজি-র মাধ্যমে আমরা তার ইন্তেকালের কিছুদিন পূর্বে করা একটি সংক্ষিপ্ত মুনাজাত সংগ্রহ করতে সক্ষম হয়েছি।
পাঠকের সহজ অনুধাবনের জন্য মুনাজাতের আরবি অংশগুলোর সাথে বাংলা অর্থ প্রদান করা হলো। নিম্নে সেই মুনাজাতটি উপস্থাপন করা হলো।
আল্লাহুম্মা আমীন- হে আল্লাহ্! আপনি এই দোয়া কবুল করুন। আল্লাহ্- ক্ষমার/দয়ার সাগর দাতা করুনা নিদান, দয়াবান কেহ নাই তোমার সমান। সহায় সম্বলহীন আমি নিরূপায়, অশক্ত/অসত্য অক্ষম আমি কি করিবো হায়। মাথায় পাপের বোঝা মুখে নাইরে আলো, পরাণ অন্তর পাপ কালিমায়ে কালো। কুকাজে অকাজে দ্বন্দ্বে নিত্য নিমেষে মজিয়া, কুকাজে অকাজে দ্বন্দ্বে নিত্য রহিনু পড়িয়া। খাওয়া পড়া সুখ আশা অন্তরেতে রাখি, ভালো কাজ যত করি সবই দেখাদেখি। জীবনেরও এই ফল মোদেরও গফুরও, নিজ দোষে তোমা হতে হয়েছি দূরও। তাড়াও যদি তব তাড়িত পিঞ্জারো, যায় যাবে এই প্রাণ ছাড়িব না দ্বারও। রক্ষা কর মোরে শত্রু হস্ত হইতে পদ খঞ্জ কর পাপ পথে যাইতে। যদি পার দিও/মোরে বল দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুনে ক্ষম দাসে হে এলাহী। মহা শরে রবি করে আস্থা দিও, সেতু পার হতে পদে বল দিও। নরকাগ্নি কভূ স্পর্শ নাহি করাইও নিজ গুনে ক্ষম দাসে হে এলাহী।
চলমান পাতা- ১
3 মন্তব্য গুলি
Alhamdulillah.
Hope we will get the next part of the DUA.
[…] উত্তরবঙ্গের জহুরিয়া দরবার শরীফের মহা… […]